Wellcome to National Portal
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২০

অধ্যক্ষের দপ্তর থেকে

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নকেন্দ্র, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি, ইতিবাচক মনোভাব সৃষ্টি এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য সক্ষমতা বিনির্মাণে একটি সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। বিশ্বায়নের এ যুগে প্রশিক্ষণার্থীবৃন্দ যাতে আর্থ-প্রশাসন এবং উন্নয়নের ক্ষেত্রে সব ধরণের চ্যালেঞ্জ সাফল্যের সাথে মোকাবিলা করতে পারেন সে লক্ষ্যে তাদের প্রস্তুত করার জন্য উক্ত মানবসম্পদ উন্নয়নকেন্দ্র বিভিন্ন ধরণের ও মেয়াদের প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে থাকে। 

মানবসম্পদ উন্নয়নকেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের জন্য নীতিনির্ধারক, জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সরকারি কর্মকর্তা, স্বনামধন্য বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ, সুশীল সমাজের নেতৃস্থানীয়  প্রতিনিধিবৃন্দ অতিথি বক্তা হিসেবে কেন্দ্রে আমন্ত্রিত হয়ে থাকেন।  অধিকন্তু, যুব উন্নয়ন অধিদপ্তরের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাগণকে অত্র কেন্দ্রে অনুষদ (ফ্যাকাল্টি মেম্বার) হিসেবে পদায়ন করা হয়ে থাকে। 

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বপ্রণোদিত, দক্ষ, অঙ্গীকারাবদ্ধ এবং উঁচু পেশাদারি মনোভাবসম্পন্ন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রশাসন ব্যবস্থা জাতিকে সর্বোচ্চ মানের সেবা ও সুশাসন প্রতিষ্ঠা করতে এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিবেশ ও পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সক্ষম।  অত্র মানবসম্পদ উন্নয়নকেন্দ্রে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারি কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য যেমন আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক তেমনি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিশীল দক্ষ কর্মকর্তা-কর্মচারী তৈরিতে বদ্ধপরিকর।