Wellcome to National Portal
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জুলাই ২০১৮

এক নজরে

দারিদ্র বিমোচনের মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার পূর্বশর্ত ‘মানব সম্পদ উন্নয়ন’। যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মরত জনবলের  প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার অদূরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম ব্যাংক টাউনে ৫.৫৯ একর জমির উপর ১৯৯২ সালে উপজেলা সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ হতে এর কার্যক্রম রাজস্ব খাতে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের জন্যে কেন্দ্রে একটি তিন তলা প্রশাসনিক কাম-একাডেমিক ভবন এবং দুইটি তিন তলা হোস্টেল রয়েছে। প্রশিক্ষণার্থীদের সুবিধার্থে একাডেমিক ভবনে একটি একটি কম্পিউটার ল্যাব, একটি আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব, একটি হল রুম, একটি শ্রেণি কক্ষ এবং একটি লাইব্রেরী রয়েছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, ইন্টারনেট বিষয়ক প্রশিক্ষণ কোর্স,  ই-ফাইলিং, Online Outsourcing- এর মাধ্যমে আত্মকর্মসংস্থান বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন করা হচ্ছে।  এছাড়া এ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত কর্মশালা ও সেমিনার আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র একটি জাতীয় প্রশিক্ষণ  ইনষ্টিটিউট  হিসেবে শুধুমাত্র প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পালন করছে না;  দারিদ্র বিমোচন কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণের চাহিদা নিরূপণ, গবেষণা, মডিউল তৈরী ও উন্নয়নসহ মাঠ পর্যায়ে ব্যবহারযোগ্য বিভিন্ন ধরণের উপকরণ(ফরমস ও ফরমেট) উন্নয়নের কাজও করছে।