Wellcome to National Portal
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ সেপ্টেম্বর ২০১৮

গ্রন্থাগার

যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন থারডেপ প্রকল্পের মাধ্যমে রুলসটেক কার্যালয়ে ১৯৯৩ সালে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয। বর্তমানে এটি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। প্রতিষ্ঠানের শুরু থেকেই এখানে রয়েছে একটি সুসজ্জিত গ্রন্থাগার যা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র ও আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের সকল প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জ্ঞান অর্জনের ভান্ডার। এ গ্রন্হাগারে প্রশাসন, অর্থনীতি, মুক্তিযুদ্ধ, সাহিত্য, ইসলামিক, চিকিৎসা বিজ্ঞানসহ জ্ঞানের সকল শাখায় প্রায় ৪,০০০ (চার হাজার ) বই রয়েছে। এ ছাড়া বিদেশি জার্নাল, ম্যাগাজিন, বাংলা পিডিয়া, এনসাইক্লোপিডিয়া ও দৈনিক পত্রিকা রয়েছে। প্রশিক্ষণার্থীগণ তাদের চাহিদা মাফিক সকল সুবিধা এই গ্রন্থাগার থেকে পেয়ে থাকে। গ্রন্থাগারটি সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত খোলা থাকে।

 

আরও ছবি