যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণকে প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার, দক্ষ ও দেশপ্রেমিক জনসেবক হিসেবে গড়ে তোলার একটি ‘‘Center of excellence’’ এ রুপ দেয়া।
মিশন:
গুণগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ, পেশাদার ও অধিকতর দায়িত্ব পালনে সক্ষম মানব সম্পদ তৈরি করা।
ক্ষণ চাহিদা নিরূপণ, পরিকল্পনা প্রণয়ন, মডিউল ও বর্ষপুঞ্জি প্রস্তুত করা।
যুব সংশ্লিষ্ট গবেষণা ও প্রকাশনা কর্মসম্পাদন করা।
ডিজিটালাইজেশন ও 4IR বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট (SMART) বাংলাদেশ বিনির্মাণে দক্ষ পেশাজীবি তৈরি করার একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।