Wellcome to National Portal
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০২০

জীবন বৃত্তান্ত

জনাব মো. মোয়াজ্জেম হোসেন ৪ জুন ২০২০ খ্রি. তারিখে অধ্যক্ষ পদে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নকেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর, সাভার, ঢাকায় যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি প্রধান কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিকল্পনা শাখায় ১১ এপ্রিল ২০১৬ হতে ০৩ জুন ২০২০ খ্রি. তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ইত্যবসরে তিনি প্রধান কার্যালয়ে প্রায় ৭ মাস উপপরিচালক (অর্থ) পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২৩ জানুয়ারি ২০১৩ থেকে ০৬ এপ্রিল ২০১৬ খ্রি. তারিখ পর্যন্ত উপপরিচালক পদে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত ছিলেন।

 

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মাধ্যমে নির্বাচিত হয়ে ও সুপারিশক্রমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক পদে ২০ আগস্ট ২০০১ খ্রি. তারিখে তিনি রাজস্বখাতে সরাসরি নিয়োগপ্রাপ্ত হন। শুরু হয় বর্ণাঢ্য কর্মজীবন। নিয়োগের অব্যবহিত পর শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্র, সাভারে এক মাসমেয়াদি বুনিয়াদী প্রশিক্ষণ ও ঢাকাস্থ সেগুনবাগিচার Financial Management Academy (FIMA)- ফিমা থেকে আর্থ-প্রশাসন বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করে তিনি ০৪ সেপ্টেম্বর ২০০১ খ্রি. তারিখ মঙ্গলবার সহকারী পরিচালক পদে মাধবপুর, হবিগঞ্জ জেলায় যোগদান করেন। 

 

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ০৯/০৯/২০০২ খ্রি. তারিখের সংযুক্তি আদেশমূলে তিনি প্রধান কার্যালয়ের বাস্তবায়ন শাখায় ০৯/০৯/২০০২ খ্রি হতে ২৪/০৯/২০০৩ খ্রি. তারিখ পর্যন্ত কাজ করেন। অত:পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন-৪৫, তারিখ: ১৩/০৩/২০০৬ খ্রি. মোতাবেক প্রধান কার্যালয়ের দারিদ্র্যবিমোচন ও ঋণ শাখাসহ  প্রশিক্ষণ শাখায় ১৫/০৩/২০০৬ হতে ২২ জানুয়ারি ২০১৩ খ্রি. তারিখ পর্যন্ত সহকারী পরিচালক পদে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

 

জনাব মো. মোয়াজ্জেম হোসেন ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে বিসিএস (সম্মান) ও ১৯৯২ সালে এমএসএস ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্য সূর্যসেন হলের একজন আবাসিক ছাত্র ছিলেন। অধিকন্তু, তিনি ২০০৪ সালে Commonwealth Youth Programme (CYP) এর কারিগরি সহায়তায়  Bangladesh Open University-এর School of Agricultural and Rural Development ফ্যাকাল্টি থেকে Quality ensured by Huddersfield University, UK এর যৌথ উদ্যোগে পরিচালিত এক বছর ছয়মাস মেয়াদি ১৪টি Module নিয়ে পরিচালিত ১৪০০ নম্বরের ওপর Post Graduation Commonwealth Diploma- “The Diploma in Youth in Development Work (DYDW)” অর্জন করেন। 

 

তাঁর লেখা “The 2nd SAARC Youth Camp-2008, Sri Lanka” শীর্ষক একটি অ্যার্টিক্যাল The Bangladesh Observer পত্রিকার Sub-editorial (পৃষ্ঠা নং- ৫)-এ ১৯ মার্চ ২০০৯ তারিখে প্রকাশিত হয়। ২০১৬ সালে National Skill Development Council (বর্তমানে National Skill Development Authority)-এ Research Methodology প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের পর “A Study on the Status of Dress-Making Institutional Training Short Course conducted by DYD” বিষয়ে Research Paper তৈরি ও উপস্থাপন করে যৌখভাবে NSDC & ILO কর্তৃক আর্থিকভাবে পুরস্কৃত হন। তিনি ১৭-১৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে East West University Center for Research and Training (EWUCRT) কর্তৃক আমন্ত্রিত হয়ে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে International Conference on Knowledge Transfer এ অংশগ্রহণ করে যুব কার্যক্রমের ওপর একটি প্রবন্ধ (Abstract of Scientific Paper) উপস্থাপন করেন। এটি EWUCRT এর Commemorating 10 Years of EWUCRT নামক প্রকাশনায় প্রকাশিত হয়।  এছাড়া তিনি ১৭ মার্চ ২০১৭ তারিখ সাভারস্থ শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে “বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: যুব উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা”  শীর্ষক সেমিনারের কী-নোট পেপার উপস্থাপন করেন।  

 

তাঁর বর্ণাঢ্য ১৯ বছরের কর্মজীবনে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

 

ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মিনী রাঈসা ইসলাম ঢাকার বকশিবাজারস্থ ড. মোহাম্মদ শহীদুল্লাহ কলেজ ও নব কুমার ইনস্টিটিউশনের একজন প্রভাষক। 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon